কাঁটা তারের বেড়া উপেক্ষা করে দুই বাংলার ভাষাপ্রেমী মানুষের মিলন মেলা
- আপডেট সময় : ০৫:২০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
কাঁটা তারের বেড়া উপেক্ষা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার টানে দুই বাংলার হাজার হাজার ভাষাপ্রেমী মানুষের মিলন মেলা বসেছে বেনাপোল চেকপোস্ট নোমান্সল্যান্ড এলাকায়। নানা রংয়ের বর্ণিল সাজে সেজেছে এলাকাটি।
নোমান্স ল্যান্ডে নির্মিত অস্থায়ী শহীদ বেদিতে সকাল ১০টায় যৌথভাবে প্রথম ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের পক্ষে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও বাংলাদেশের স্থাণীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য।সাথে ফুল দেন ভারতের বিধানসভা বিধায়ক শ্রী বিশ্বজিৎ দাস, বনগাও পৌর সভার মেয়র শ্রী শংকর আঢ্য, সকাল থেকে দু’দেশের হাজারও মানুষ পুস্পার্ঘ্য নিবেদন করেন শহীদ বেদীতে। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনে বাংলাদেশিদের সঙ্গে যুথবদ্ধ হয়েছিলেন পশ্চিমবঙ্গের বাঙালিরাও। আবেগ আর ভালোবাসায় ভাষাপ্রেমীরা ভুলে যায় কাটাতারের সীমারেখা। ২১ ফেব্রুযারি উপলক্ষে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্ত দান অনুষ্ঠানও। পরে দু’দেশের জাতীয় পর্যায়ের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।