কাগজ, কালি, প্লেট, কেমিকেলের দাম বাড়ায়, সংকটে বগুড়ার প্রকাশনা শিল্প
- আপডেট সময় : ০২:০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
- / ১৭০৪ বার পড়া হয়েছে
রাজধানীর বাহিরে প্রকাশনা শিল্পে এগিয়ে ছিল বগুড়া। তবে এখন চরম সংকটে পড়েছে জমজমাট এ শিল্প। ছাপা সামগ্রীর লাগামহীন দাম বৃদ্ধিতে এ সংকট তীব্র হয়েছে। প্রকাশক আর প্রেস মালিকদের লোকসানের বোঝা বাড়ছে দিন দিন। টিকতে না পেরে একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ছাপাখানা।
করোনার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই নতুন সংকটে পড়েছে বগুড়ার ঐতিহ্যবাহী প্রকাশনা শিল্প। দিন-রাত তিন শতাধিক প্রেস মুদ্রণ কাজে ব্যস্ত থাকলেও এখন বেশির ভাগেরই অচল অবস্থা।
ডলারের মূল্য বৃদ্ধির প্রভাবে দ্বিগুণেরও বেশি বেড়েছে কাগজ, কালি, প্লেট ও কেমিকেলের দাম। এতে কমেছে সৃজনশীল বই, সহপাঠ্য বই, সাময়িকীসহ সব ধরনের প্রকাশনা মুদ্রণ।
কাজের অভাবে অনেক ছাপাখানাই এখন বন্ধ। যেগুলো চালু আছে তারাও শ্রমিক-কর্মচারীদের মজুরি দিতে ব্যর্থ হচ্ছে।
শিল্প টিকিয়ে রাখতে বিশেষ নজর চান মালিকরা।
প্রকাশনা শিল্প টিকিয়ে রাখতে দীর্ঘ মেয়াদী নীতি, কর রেয়াত ও আর্থিক সহায়তার দাবি সংশ্লিষ্টদের।