কাজাখস্তানে একটি সামরিক ঘাঁটিতে আগুন লাগার পর সিরিজ বিস্ফোরণে ১০ সেনাসদস্য নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
কাজাখস্তানের দক্ষিণাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে আগুন লাগার পর সিরিজ বিস্ফোরণে ১০ সেনাসদস্য নিহত ও ৯০ জন আহত হয়েছে।
মধ্য এশীয় দেশটির কর্তৃপক্ষ হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছে। কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রী নুরলান ইয়েরমেকবায়েভ সংবাদ সম্মেলনে জানান, ওই ঘাঁটিতে প্রকৌশল কাজে ব্যবহারের বিস্ফোরক মজুদ ছিল। আগুন নেভাতে গিয়ে ওই সেনাদের মৃত্যু হয়। তবে জাম্বিল প্রদেশের সামরিক ঘাঁটিতে বৃহস্পতিবার কিভাবে আগুন লাগে তা এখনো নিশ্চিত নয়। সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনার পর কাজাখ এই প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগপত্র জমা দেন । তবে তা গৃহীত হয়েছে কিনা জানা যায়নি। বৃহস্পতিবার জাম্বিলের ওই সামরিক ঘাঁটিতে আগুন লাগার পরপরই কর্তৃপক্ষ কয়েকশ’ লোককে আশপাশের এলাকাগুলো থেকে সরিয়ে নেয়।