কাজাখস্তানে কাসিম জোমার্ট তোকায়েভ কোনো সতর্কীকরণ ছাড়াই সেনাবাহিনীকে গুলি চালানোর নির্দেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:০২ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
- / ১৬৭২ বার পড়া হয়েছে
কাজাখস্তানে গণবিক্ষোভ সামাল দিতে প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ কোনো সতর্কীকরণ ছাড়াই সেনাবাহিনীকে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে দেশটিতে চলমান বিক্ষোভের মধ্যেই এ ঘোষণা দিলেন তিনি।
টেলিভিশনে এক ভাষণে তিনি বলছেন, কাজাখস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু সন্ত্রাসীরা এখনো তাদের অস্ত্র জমা দেয়নি। তারা অপরাধ করেই যাচ্ছে কিংবা এর জন্য প্রস্তুত হচ্ছে। এখন দেখামাত্রই তাদের গুলি করা হবে। কাজাখস্তানে গত কয়েকদিন ধরে সরকারবিরোধী তীব্র বিক্ষোভ চলছে। জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে সহিংস বিক্ষোভের মুখে বুধবার দেশটির সরকার পদত্যাগ করে। প্রেসিডেন্ট কাসিমের অনুরোধে রাশিয়া ও প্রতিবেশী দেশগুলো থেকে শান্তিরক্ষী বাহিনীকে পাঠানো হয়েছে।নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা অস্থায়ীভাবে কাজাখস্তানে অবস্থান করবে।