কাজাখস্তানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২২৫
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
কাজাখস্তানে সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে হলো ২২৫। নিহতদের মধ্যে নিরাপত্তাবাহিনীর ১৯ সদস্য রয়েছেন। বেসামরিক ও সশস্ত্র ডাকাতরাও আছেন মৃতের তালিকায়। গত ৫ জানুয়ারি কাজাখস্তানে ওই বিক্ষোভ হয়।
বিক্ষোভের চূড়ান্ত সময়ে ৫০ হাজার মানুষ দাঙ্গায় অংশগ্রহণ করে। তারা বেশ কয়েকটি বড় শহরে সরকারি ভবন, গাড়ি, ব্যাংক ও দোকানে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ প্রাথমিকভাবে শান্তিপূর্ণ থাকলেও, সহিংসতায় রুপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাশিয়ার নেতৃত্বে সাবেক সোভিয়েত দেশগুলোর জোটের পক্ষ থেকে সেনা মোতায়েন করা হয়। বিক্ষোভের ঘটনায় প্রায় ১০ হাজার মানুষকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। সরকারের দাবি, হামলাকারীরা ছিল বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত।