কাজের সন্ধানে সৌদি আরবে গিয়ে প্রতারণার শিকার নড়াইলের শতাধিক মানুষ
- আপডেট সময় : ০৩:০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
- / ২০১৭ বার পড়া হয়েছে
কাজের সন্ধানে সৌদি আরবে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন নড়াইলের শতাধিক মানুষ। সহায়-সম্বল বিক্রি করে ভাগ্য পরিবর্তনের আশায় বিদেশ গিয়ে প্রতারণার শিকার হন তারা।
অনেকে আবার মানবেতর জীবনযাপন করছেন সৌদি আরবে। কাজ না পেয়ে দেশে ফিরেছেন কেউ কেউ। টাকা ফেরত চাইলে, মিথ্যা মামলায় হয়রানী করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
ভাগ্য বদলের আশায় জমিজমা, স্বর্ণালংকার, গরু-ছাগল বিক্রি ছাড়াও ঋণের টাকায় সৌদি আরব গিয়ে, প্রতারণার শিকার হয়েছেন নড়াইলের বিছালী, পেড়লী ও পাঁচগ্রাম ইউনিয়নের শতাধিক মানুষ।
ভুক্তভোগী ও তাদের পরিবারের অভিযোগ, ভালো চাকুরি দেয়ার কথা বলে বিছালীর চাকই গ্রামের খলিল ও রাসেল শেখ বিভিন্ন বয়সের শতাধিক মানুষকে বিভিন্ন সময় সৌদি আরব নিয়েছেন। একই গ্রামের ইদ্রিস শেখ এ কাজে সহযোগিতা করেন। তবে বিদেশ গিয়ে তারা প্রতারণার শিকার হন। তাদের কেউ কেউ দেশে ফিরে আসলেও এখনও অনেকে সৌদি আরবে মানবেতর জীবনযাপন করছেন।
সৌদি আরবে নিয়ে চাকুরি দিতে না পেরে খলিল ও রাসেল আত্মগোপনে আছেন। টাকা-পয়সা ফেরত চাইলে, তাদের পরিবারের লোকজন ভুক্তভোগীদের ভয়ভীতি দেখাচ্ছেন। খলিল ও রাসেলের সহযোগী ইদ্রিস শেখ বাদী হয়ে চারজনের নামে মামলা করেছেন। এ ব্যাপারে সঠিক তদন্ত চেয়েছেন ভুক্তভোগীসহ এলাকাবাসী।
ইদ্রিস, খলিল ও রাসেলের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে জানতে চাকই গ্রামে তাদের বাড়িতে গেলে, পরিবারের কেউ কথা বলতে চাননি।
এদিকে ক্ষতিগ্রস্থরা টাকা ফেরতের আশায় স্থানীয় বিছালী ইউনিয়ন পরিষদের অভিযোগ দিয়েছেন। বিষয়টি জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
অভিযুক্ত খলিল ও রাসেল শেখকে সৌদি আরব থেকে ফিরিয়ে এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের যথাযথ ক্ষতিপূরণ ও শাস্তির ব্যবস্থা করবে এমন দাবি ভুক্তভোগী পরিবারের।