কাজে আসছেনা ১৯ কোটি টাকার সেতু
- আপডেট সময় : ০৮:০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
- / ১৭৭৪ বার পড়া হয়েছে
নওগাঁয় সংযোগ সড়ক না থাকায় কাজে আসছেনা ১৯ কোটি টাকার সেতু। ১ বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও সেতুতে উঠতে হচ্ছে মই বেয়ে। সংযোগ সড়ক না করেই সটকে পড়েছে ঠিকাদার। ফলে সেতুর সুবিধা পাচ্ছে না এলাকাবাসী। এমন পরিস্থিতিতে চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগের কথা বলছে এলজিইডি।
নওগাঁর আত্রাই নদীর জোতবাজার খেয়াঘাট। দুপারের লাখো মানুষের ভোগান্তির ইতি টানতে ২০১৮ সালে নির্মান শুরু হয় সেঁতুটির। সংযোগ সড়ক বিহীন সেঁতুতে আটকে আছে এ অঞ্চলের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য তথা অর্থনীতির চাকা। স্থানীয়রা বলছেন, বহু আগেই শেষ হয়েছে নির্মান কাজ। কিন্তু সেতুতে উঠতে পাড়ছে না কেউ।
বহুবার থেমে থেমে চলেছে ব্রিজ নির্মাণের কাজ। এরপরও কেন শুরু করা গেলো না যাতায়াত; প্রশ্ন স্থানীদের। তবে ঠিকাদারের দাবী, উর্ধগতীর বাজারে বেড়েছে সব কিছুর দাম। তাই আগের দরে কাজ শেষ করা সম্ভব নয় কোনভাবেই। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর বলছে, এই মহুর্তে সড়কটি করতে গেলে অন্য স্থান থেকে মাটি আনতে হবে। যা ওই ঠিকাদার পারবেন না মর্মে লিখিত দিয়েছেন। তাই খুব দ্রুতই তার চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগের কথা ভাবছে এলজিইডি। ২১৭ মিটার দৈর্ঘ্য ও ৭ দশমিক ৩২ মিটার প্রস্থের এই সেঁতু নির্মানে ব্যায় ধরা হয় প্রায় ১৯ কোটি টাকা।