কাজ না করেই শ্রমিক-কর্মচারীদের কোয়ার্টার সংস্কার দেখিয়ে তুলে নেয়া হয়েছে ১৯ লাখ টাকা
- আপডেট সময় : ০১:৫০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
নাটোরে কাজ না করেই শ্রমিক-কর্মচারীদের কোয়ার্টার সংস্কার দেখিয়ে তুলে নেয়া হয়েছে ১৯ লাখ টাকা। ঠিকাদারের সহযোগিতায় টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জেলা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ইউনুস আলীর বিরুদ্ধে। এসএটিভিতে এই সংবাদ প্রচারের পর তড়িঘড়ি করে কয়েকটি কোয়ার্টার সংস্কার করেছেন তিনি। অনুসন্ধানে বেড়িয়ে এসেছে অনিয়মের আরও ভয়াবহ চিত্র।
নাটোর সড়ক ও জনপথ বিভাগের অফিস চত্বরে থাকা চতুর্থ শ্রেণী কর্মচারিদের কোয়ার্টার সংস্কার করা হয়না গত ১৫/১৬বছর ধরে। দুভোর্গের মধ্যে বাধ্য হয়েই বসবাস করে ১০টি কর্মচারি পরিবার।
কাজ না করেই বিপুল পরিমান টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নাটোর সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী ইউনুস আলীর নামে। গত ২১ অক্টোবর এসএটিভিতে সংবাদ প্রচারের পর, টেন্ডার ছাড়াই কোয়ার্টারে থাকা কর্মচারিদের ১০ হাজার করে টাকা দেন তিনি।
উপ-বিভাগীয় প্রকৌশলী একথা অস্বীকার করলেও, উপ-সহকারী প্রকৌশলী জানান, উপরের নির্দেশে দুটি কোয়ার্টারে দশ হাজার টাকা করে দিয়েছেন তিনি। সওজের নির্বাহী প্রকৌশলী জানান, অভিযোগ খতিয়ে দেখে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। এসএটিভিতে সংবাদ প্রকাশের পর, গত ১৩ নভেম্বর ঘটনার সত্যতা যাচাই করেছে দুদকের একটি বিশেষ টিম।