কাটাখালীতে বাস-মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে নারী ও শিশুসহ ১৭ জন নিহত
- আপডেট সময় : ০৫:৪৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
রাজশাহীর কাটাখালীতে বাস-মাইক্রোবাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে নারী ও শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে কাটাখালীর কাপাশিয়া এলাকায় ভয়াবহ এই সড়ক র্দুঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায় নি।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, রাজশাহী থেকে হানিফ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। একই সময় রংপুর থেকে একটি মাইক্রোবাসে দুটি পরিবারের লোকজন রাজশাহীর দিকে আসছিলেন।দুপুরের দিকে রাস্তা ফাঁকা ছিল। এসময় মাইক্রোটি রংসাইড দিয়ে ওভার স্পীডে চলছিল। কাটাখালীর কাপাশিয়া এলাকায় পৌঁছলে বাস, মাইক্রো বাস ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে সকল যাত্রীসহ মাইক্রোটি ভস্মীভূত হয়ে ১১ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় এবং মরদেহগুলো উদ্ধার করে। এদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যায় আরো ৬জন। বর্তমানে আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন।