কাঠফাটা রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে খুলনার মানুষের জীবন
- আপডেট সময় : ১১:২৩:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪
- / ১৬২৬ বার পড়া হয়েছে
তীব্র গরম, কাঠফাটা রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে খুলনার মানুষের জীবন। চৈত্রের গরমে অস্বস্তিতে মানুষ।সূর্য ওঠার পরপরই বাড়তে থাকে তাপমাত্রার পারদ।সূর্যের প্রখর তাপে মানুষের প্রাণ প্রায় ওষ্ঠাগত তপ্ত রোদে খাঁ-খাঁ করছে সড়ক জনপদ।
খুলনাঞ্চলে এখন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করছে।তীব্র গরমে অতিষ্ঠ হয়ে এ অঞ্চলের দিনমজুর, রিকশাওয়ালা,শ্রমজীবী মেহনতি মানুষ, কৃষকরা পড়েছেন চরম বিপাকে। সাধারণত ঘরের বাইরেই কাজ করতে হয় তাদের, কিন্তু প্রচণ্ড তাপদাহে রোদের ভেতরে চলাফেরা করতেই কষ্ট হচ্ছে তাদের। এদিকে গরম জনিত রোগের কারণে হাসপাতালে রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা রোদের তাপদাহে অসুস্থ হয়ে পড়ছেন।
খুলনা আবহাওয়া অফিসের জ্যৈষ্ঠ আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেছেন,খুলনা বিভাগজুড়ে বইছে তাপদাহ। যা আরও ৩-৪ দিন থাকবে খুলনায় ।