কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো আর্জেন্টিনা
- আপডেট সময় : ০২:৩৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
লাতিন আমেরিকা অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে কাতার বিশ্বকাপ নিশ্চিত করলো আর্জেন্টিনা। বুধবার সুপার ক্লাসিকোতে ব্রাজিলের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে স্কালোনির শিষ্যরা। দিনের ওপর ম্যাচে চিলিকে ২-০ ব্যবধারে হারিয়েছে ইকুয়েডর।ফলে বাছাইয়ের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনা ২০২২ বিশ্ব আসরের টিকিট পেয়ে গেল।
বুধবার ভোরের এই ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে শুরু থেকেই ছিল উত্তাপ। আক্রমণ-পাল্টা আক্রমণে কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। ম্যাচে দুই দলই ফাউল করে খেলে। কোনো পক্ষই যথেষ্ট সুযোগ তৈরি করতে পারেনি। তাই, গোলের দেখা পায়নি কোনো দল।
বিশ্বকাপের মূল পর্বে খেলা আগেই নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের। আজ সুযোগ ছিল আর্জেন্টিনার। কিন্তু, লিওনেল মেসিরা পারেননি ঘরের মাঠে ব্রাজিলের সঙ্গে জিততে। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আর্জেন্টিনা। তাই, মূল পর্বে খেলা নিশ্চিত করতে আরও অপেক্ষা করতে হচ্ছে তাদের। পায়ের চোট কাটিয়ে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এ ম্যাচে খেলতে নামেন। তবে, ঊরুর ব্যথার কারণে ‘সুপারক্লাসিকোয়’খেলেননি ব্রাজিলীয় তারকা নেইমার।