কাতার বিশ্বকাপ হতে পারে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৪:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
কাতার বিশ্বকাপ হতে পারে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। সে জন্যই হয়তো কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচের টিকিটের চাহিদা সব থেকে বেশি।
বিশ্বকাপের টিকিটের জন্য সাধারণ সমর্থকদের আবেদনের একটি পরিসংখ্যান প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ২ কোটি ৩৫ লাখ টিকিটের অনুরোধ পেয়েছে তারা। যথারীতি বিশ্বকাপ ফাইনালের টিকিটের জন্য সমর্থকদের আগ্রহ সবচেয়ে বেশি। ফাইনালের টিকিটের পরই আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচগুলোর জন্য বেশি আগ্রহ। গ্রুপ পর্বে মেক্সিকো, সৌদি আরব ও পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচগুলোর টিকিট আবেদনের দিক দিয়ে দর্শকদের আগ্রহ তালিকার শীর্ষে রয়েছে।