কাতার ব্যবসা-বাণিজ্য, শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুনমাত্রা পেয়েছে
- আপডেট সময় : ১০:২৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
কাতারে ব্যবসা-বাণিজ্য, শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুনমাত্রা পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় ঢাকা সফররত কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান তিনি। বৈঠকে আগামী তিন মাসের মধ্যে চারটি সমঝোতা চুক্তি সই হবে বলেও জানান শাহরিয়ার আলম।
এবারের ফিফা বিশ্বকাপ-২০২২ হবে কাতারে। তাই নতুন করে শ্রমিকের চাহিদা রয়েছে সেখানে । সম্প্রতি ব্যাপকভাবে কাতারে বাংলাদেশের জন্য শ্রম বাজারও খুলেছে। তবে তারা দক্ষ কর্মী নিতে চায়। কর্মী ছাড়াও নতুন করে আরো কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করতেই ঢাকা আসেন কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৈঠক শেষে শাহরিয়ার আলম জানান, বেশ কিছু বিষয়ে কাতারের প্রস্তাব ইতিবাচক।
প্রতিমন্ত্রী জানান, আগামী তিন মাসের মধ্যে চারটি সমঝোতা চুক্তির মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ছাড়া ভিসা ফ্রী এন্ট্রি সহ অপরাধীদের ব্যাপারে সিদ্ধান্ত থাকবে।
গেল জানুয়ারিতে কাতারে মেড ইন বাংলাদেশ এক্সপো সফলতার সাথে শেষ হওয়ায় এর সুফল পাওয়া যাচ্ছে বলেও মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর।