কানাডায় নিজ বাড়িতে দগ্ধ হয়ে মারা গেছেন তিন সদস্য
- আপডেট সময় : ১২:৩৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪
- / ২৫৪১ বার পড়া হয়েছে
কানাডায় নিজ বাড়িতে দগ্ধ হয়ে মারা গেছেন মা-বাবা-মেয়েসহ ভারতীয় বংশোদ্ভূত একই পরিবারের তিন সদস্য। তবে অগ্নিকাণ্ড নিয়ে রহস্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় পুলিশ বলছে, এটা নিছক দুর্ঘটনা নয়। বরং ‘রহস্যময়’ আগুনে প্রাণ গেছে মা–বাবা–মেয়ের। কারণ খুঁজতে চলছে তদন্ত। কানাডার অন্টারিও প্রদেশের ব্রাম্পটনের বিগ স্কাইওয়ে অ্যান্ড ভ্যান ক্রিক ড্রাইভের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজীব ওয়ারিকো, তাঁর স্ত্রী শিল্পা কোথা এবং তাঁদের মেয়ে মাহেক ওয়ারিকো। প্রাথমিকভাবে এ ঘটনাকে আবাসিক ভবনে আগুন হিসেবে চিহ্নিত করা হয়। তবে প্রাথমিক তদন্তে নেমে পুলিশ মত বদলায়। পুলিশ এখন বলছে, এটা দুর্ঘটনাবশত লাগা আগুনের ঘটনা নয়। পিল পুলিশ স্টেশনের কনস্টেবল তারইয়ান ইয়ং বলেন, আগুনের ঘটনাটি ‘রহস্যময়’। পুলিশ সব ধরনের তথ্য–উপাত্ত সংগ্রহ করছে। বিশদ তদন্ত করে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সময় তাঁরা ওই বাড়ি থেকে বিস্ফোরণের একটা শব্দ শুনেছিলেন। এক প্রতিবেশী বলেন, প্রথমে বিকট শব্দ, এরপর পুরো বাড়িটি ধোঁয়ায় ঢেকে যায়। দগ্ধ হন বাড়িতে থাকা তিনজন।