কানাডার ম্যানিটোবায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী শিক্ষার্থী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
কানাডার ম্যানিটোবায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহতরা হলেন- আরানুর আজাদ চৌধুরী, আল নোমান আদিত্য ও রসুল বাঁধন। তারা তিনজনই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে ম্যানিটোবার উইনিপেগ শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে আরবর্গ শহরের উপকণ্ঠে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে সিবিসি নিউজ জানায়, আরবর্গ শহর থেকে ১০ কিলোমিটার দূরে মহাসড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আরসিএমপি জানায়, ঘটনাস্থলেই বাংলাদেশী শিক্ষার্থীদের মৃত্যু হয়। কমিউনিটিতে জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে ব্যাপক জনপ্রিয় ছিলেন এই তিন শিক্ষার্থী।