কানাডার হম্যা-মিল্টনের জলপ্রপাতগুলোতে বরফ জমে গেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
তুষার ঝড়ে কানাডার বন্দর শহর হম্যা-মিল্টনের জলপ্রপাতগুলোতে বরফ জমে গেছে।
সোশ্যাল মিডিয়ার ফুটেজে দেখা গেছে অন্টারিও প্রদেশের টিফানি ফলস ও শেরম্যান ফলস হীমায়িত হয়ে বরফে পরিণত হয়েছে। গত দুই দিনের প্রবল তুষারপাতে কানাডায় বিপর্যয় নেমে আসে। পথ ঘাট ঢেকে গেছে বরফে। শুধু টরেন্টো শহরে ৩৬ সেন্টিমিটার তুষার পড়েছে। সব শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, কারখানা, ব্যাংক ও বাজার বন্ধ করা হয়েছে। হাইওয়েসহ বিভিন্ন স্থানে বরফে ঢাকা পড়েছে প্রচুর যানবাহন।এমন কি নায়গ্রা জলপ্রপাতও তুষারপাতে ঢেকে গেছে।