কানাডায় ঢুকতে না পেরে দেশে ফিরলেন বিতর্কিত এমপি মুরাদ
- আপডেট সময় : ০৭:২৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
কানাডায় ঢুকতে পারেননি, ঠাঁই মেলেনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতেও। ব্যর্থ মনোরথে দেশেই ফিরতে হলো বিতর্কিত কর্মকাণ্ডের জন্য মন্ত্রিত্ব হারানো ডা. মুরাদ হাসানকে। বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। পরে গণমাধ্যমের চোখ ফাঁকি দিয়ে গোপনে বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
এর আগে, মুরাদ হাসান কানাডার বিমানবন্দরে পৌঁছালে তাকে দেশটির বর্ডার সার্ভিস এজেন্সি ঢুকতে দেয়নি। শুক্রবার দুপুর দেড়টায় মুরাদ টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ইমিগ্রেশন কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। তাকে জানানো হয়, ওইদেশে প্রবেশে অনেক কানাডিয়ান নাগরিক আপত্তি তুলেছেন। তারপর তাকে ফেরত পাঠানো হয়। পরে তাকে দুবাইগামী একটি প্লেনে তুলে দেওয়া হয়।
কিন্তু ভিসা না থাকায় তিনি আরব আমিরাতে ঢুকতে পারেননি। পরে তিনি ঢাকায় আসার উদ্দেশে প্লেনের একটি টিকিট কাটেন।