কানাডায় পালিয়ে যাওয়ার সময় পিকে হালদারের সহযোগীর দুই মেয়ে বিমান বন্দরে আটক
- আপডেট সময় : ০৮:২০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স কোম্পানির ৬৬ কোটি টাকা আত্মসাৎকারী পিকে হালদারের সহযোগী খবির উদ্দিনের দুই মেয়েকে গ্রেফতার করেছে রেব।কাওরান বাজারে রেবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কমান্ডার খন্দকার আল মঈন জানান, তাদের নামে প্রায় ২’শ কোটি টাকা আত্মসাতের মামলা আছে। কানাডা পালিয়ে যাওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়। এদিকে, ভুল চিকিৎসায় গাজীপুরের কালীগঞ্জে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় জনসেবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারের এম ডিসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
দেশের ইতিহাসে সবথেকে বেশি টাকা পাচারকারী পি কে হালদারের নাম বারবার সামনে আসছে। দেশের বিভিন্ন সংস্থার চোখে ধুলা দিয়ে ভারতে গ্রেফতার পি কে হালদেরের সহযোগী পিপলস লিজিং’এর সাবেক পরিচালক খবির উদ্দিনের দুই মেয়ে তানিয়া ও শারমিনকে রাজধানীর ধানমন্ডি ও শ্যামলী থেকে ঋণ খেলাপীর ঘটনায় গ্রেফতার করেছে রেব।
এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, গ্রেপ্তার দু’জনের নামে ভুয়া প্রতিষ্ঠানের কাগজপত্র দেখিয়ে ৬৫ কোটি টাকা ঋণ নেয়া হয়। এ প্রতারণার সঙ্গে তানিয়া ও শারমিনের বাবা খবির উদ্দিন আহমেদ সরাসরি জড়িত বলে জানায় রেব।
শুধু দুই মেয়ের নামেই নয়, পরিবারের অন্য সদস্যদের নামেও খবির উদ্দিন ভুয়া কাগজপত্র দেখিয়ে প্রায় ২’শ কোটি টাকা ঋণ নেয়।
এদিকে, ভুল চিকিৎসায় গাজীপুরের কালীগঞ্জে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় জনসেবা জেনারেল হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারের
ব্যবস্থাপনা পরিচালক বন্যা আক্তারসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রেব জানায়, চিকিৎসক না হয়েও দিনে ২০ থেকে ২৫ টি সিজার অপারেশন করতো তারা। ডায়গনস্টিক সেন্টারের লাইনসেন্সও ছিল মেয়াদউর্ত্তীন।
গ্রেফতারকৃদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান রেব কর্মকতা।