কান ‘আঁ সার্তেইন রিগা’ বিভাগের সেরা চলচ্চিত্র রাশিয়ার ‘আনক্লেনচিং দ্যা ফিস্টস’
- আপডেট সময় : ০৯:১৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তেইন রিগা’ বিভাগের সেরা চলচ্চিত্র– রাশিয়ার চলচ্চিত্র পরিচালক কিরা কোভালেনকো’র ‘আনক্লেনচিং দ্যা ফিস্টস’। শুক্রবার রাতে কানের পালে দে ফেস্টিভ্যাল ভবনের সালে দুবুসি থিয়েটারে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিচারকরা।
এই বিভাগে প্রতিযোগিতা করে- আবদুল্লাহ মোহাম্মদ সা’দ পরিচালিত রেহানা মরিয়ম নূর– যা কানের অফিশিয়াল সিলেকশন বিভাগে অংশ নেয়া প্রথম বাংলাদেশি চলচ্চিত্র। শেষ পর্যন্ত পুরস্কার জিততে না পারলেও প্রথম প্রদর্শনীতেই মুগ্ধতা ছড়ায় রেহানা মরিয়ম নুর। সিনেমাটি দেখার পর দাঁড়িয়ে কলাকুশলীদের সম্মান জানান উপস্থিত চলচ্চিত্র বোদ্ধারা। ব্যাপক প্রশংসা পায় কানে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে লড়াই করা এই চলচ্চিত্রটি। বিভিন্ন দেশের মোট ২০টি চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করে এই বিভাগে। আজ পর্দা নামবে কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের। রাতে ঘোষণা করা হবে কানের সর্বোচ্চ পুরস্কার- পাম দ’অর বিজয়ীর নাম।