কাবুলে বিমানবন্দরের বাইরে আত্মঘাতি বোমা হামলায় ১৩ মার্কিন সেনা ছাড়াই নিহত ১৭৫ জন
- আপডেট সময় : ০১:৫৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১
- / ১৫১৮ বার পড়া হয়েছে
আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে আত্মঘাতি বোমা হামলায় ১৩ মার্কিন সেনা ছাড়াই নিহতের সংখ্যা বেড়ে ১৭৫ জনে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, একজন আত্মঘাতী হামলাকারী এ হামলা চালিয়েছে। বিস্ফোরণও হয়েছে একটি। যদিও আগে দুটি বিস্ফোরণের কথা বলা হচ্ছিল। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের আফগানিস্তান শাখা-আইএসকেপি এ হামলার দায় স্বীকার করেছে।
হামলার নিন্দা জানিয়ে এর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হামলায় জড়িতদের বিচারের মুখোমুখি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের মুখপাত্র রুপার্ট কোলভিলে বলেছেন, বিমানবন্দরে লাইন ধরে দাঁড়িয়ে থাকা মানুষকে লক্ষ্য করে এ প্রাণঘাতী হামলার লক্ষ্য ছিল—যত-বেশি-সম্ভব মানুষকে হত্যা করা।
হামলার নিন্দা জানিয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন বলেছেন, এটা কাপুরুষোচিত ও অমানবিক হামলা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন একে ‘বর্বর’ হামলা আখ্যায়িত করেছেন। হামলার নিন্দা জানিয়েছে চীন, ভারত, পাকিস্তান, কাতার, তুরস্ক, মিসর, জর্ডানসহ অনেক দেশ। আফগানিস্তানের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস বলেছে, ১৩ মার্কিন সেনা ছাড়াই নিহতের সংখ্যা বেড়ে ১৭৫ হয়েছে। এ হামলায় আহত হয়েছেন অন্তত ২০০ জন।