কাবুলে মার্কিন দূতাবাসের কূটনীতিক ও সহযোগীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে
- আপডেট সময় : ০৭:৪৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন দূতাবাসের কূটনীতিক ও সহযোগীদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এ কাজে সহায়তার জন্য সেখানে পাঠানো হচ্ছে ৩ হাজার মার্কিন সেনা। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এমন সিদ্ধান্ত নেয় দেশটির প্রতিরক্ষা বিভাগ।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ন্যাড প্রাইস এক সংবাদ সম্মেলনে বলেন, অতিরিক্ত এই সেনাদের কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে মোতায়েন করা হবে। আফগানিস্তানে মার্কিন নাগরিকদের উপস্থিতি কমিয়ে আনা হবে। এ ছাড়া দূতাবাসে ন্যূনতম কূটনীতিকদের রেখে অন্যদের সরিয়ে নেওয়ার জন্য সেনাসদস্যদের পাঠানো হচ্ছে বলে জানান তিনি।
ঠিক কতজনকে কাবুল থেকে ফিরিয়ে আনা হচ্ছে, তা নিশ্চিত করেননি মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই মুখপাত্র। তবে দূতাবাসটিতে কতজন কাজ করছেন, তার একটি ধারণা দিয়েছে সংবাদমাধ্যম পলিটিকো। তাদের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, জুলাইয়ে আফগানিস্তানে মার্কিন দূতাবাসের অধীনে প্রায় ৮ হাজার জন কাজ করছেন বলে তথ্য রয়েছে। কূটনীতিক ছাড়াও দূতাবাসে কাজ করছেন ঠিকাদার এবং আফগানিস্তানের নাগরিকেরা। ৮ হাজার জনের মধ্যে ১ হাজার ৪০০ জন যুক্তরাষ্ট্রের নাগরিক।