কাভারভ্যানের চাপায় হাইওয়ে পুলিশের এএসআইসহ ৩জন নিহত
- আপডেট সময় : ১১:৪২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯
- / ১৬০৭ বার পড়া হয়েছে
কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করতে গিয়ে কাভারভ্যানের চাপায় হাইওয়ে পুলিশের এএসআই আক্তার হোসেনসহ ৩জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কাভার্ডভ্যানের চালক ও হেলপার।
ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বাবুর্চিবাজার সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এএসআই আক্তার হোসেনের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়। কভারভ্যানের নিহত হেলপার সুমন লক্ষ্মীপুর জেলা ও ফাহাদ সেনবাগ উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, ভোরে দু’টি কাভার্ড ভ্যানের সংঘর্ষে পর ভ্যান দু’টিকে উদ্ধার করতে যায় হাইওয়ে পুলিশের একটি টিম। রেকার নিয়ে তারা উদ্ধার কাজ শুরু করছিলো। এ সময় একই মুখী অপর একটি দ্রুতগামী কভারভ্যান উদ্ধার কাজে নিয়োজিত রেকারটিকে পেছন থেকে ধাক্কা দেয়। রেকারটিও রাস্তার পাশে থাকা হাইওয়ে পুলিশের পিকআপভ্যানকে ধাক্কা দিলে পাশে দাঁড়িয়ে থাকা এএসআই আক্তার হোসেনসহ ৫জন গুরুতর আহত হয়। পরে তাদেরকে চৌদ্দগ্রাম হাসপাতালে নিলে চিকিৎসক এএসআই আক্তার হোসেনসহ ৩ জনকে মৃত ঘোষনা করে।