কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
- / ১৭২৪ বার পড়া হয়েছে
দীর্ঘ চার মাস ২০ দিন পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বিকেল চারটায় ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি।
জেলগেটে তাকে ফুল দিয়ে স্বাগত জানান রিজভীর সহধর্মিণী আরজুমান আরা বেগমসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। এ সময় রিজভী বলেন, গোটা দেশ কারাগারে পরিণত হয়েছে। ছোট কারাগার থেকে বৃহত্তর কারাগারে প্রবেশ করেছেন তিনি। তিনি বলেন, কোথাও মানুষের কোনো অধিকার নেই। গণতন্ত্রের মুক্তি মিললেই মানুষ তার অধিকার ফিরে পাবে।