কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক আসামি পালিয়ে যওয়ার ঘটনায় ৬ জন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত
- আপডেট সময় : ১০:৪২:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
গাজীপুরে কাশিমপুর কারাগার-২ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি পালিয়ে যওয়ার ঘটনায় ৬ জন কারারক্ষীকে সাময়িক বরখাস্ত ও ৬ জন কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।এ ঘটনায় একজন ডিআইজি প্রিজন্সকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ।
গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি আবু বক্কর সিদ্দিক বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত ওই কয়েদির সন্ধান পাওয়া যায়নি বলে জানান কারাগার ২ এর তত্বাবধায়ক জাহানারা বেগম। এদিকে জিএমপি কমিশনার আনোয়ার হোসেন জানান, কয়েদি নিখোঁজের বিষয়ে কারা কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাননি তারা ।
তিনি জানান, নিখোঁজ কয়েদি আবু বক্কর সিদ্দিকের বাড়ি সাতক্ষীরার শ্যামনগরে। হত্যা মামলায় প্রথমে তার ফাঁসির আদেশ হয়। পরবর্তীতে আপিলে তার সাজা যাবজ্জীবন হয়।