কারো খবরদারির কাছে মাথা নোয়াবে না বাংলাদেশ : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:২৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
স্বাধীন সার্বোভৌম রাষ্ট্র হিসেবে কারো খবরদারির কাছে মাথা নোয়াবে না বাংলাদেশ। এসএসএফ’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের স্বার্থে যার সাথে বন্ধুত্ব প্রয়োজন, তাকেই বন্ধু হিসেবে বেছে নেবে সরকার। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, এখন আর ঋণ-সহায়তায় কোনো শর্ত দেয়া থাকে না।
দেশের জন্য নিবেদিতপ্রাণ সেনা, বিমান এবং নৌবাহিনীর সাহসী চৌকষ ও দক্ষ কর্মকর্তাদের সমন্বয়ে গড়ে তোলা বিশেষায়িত বাহিনী- স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতির পিতার পরিবারসহ রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে এসএসএফ।
এসএসএফ’র ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত বিশেষ দরবার অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মো.মজিবুর রহমান সংকলিত “বঙ্গবন্ধুর উক্তি” গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা।
বক্তব্যের শুরুতেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসএসএফ সদস্যদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। প্রযুক্তি ব্যবহার করে কেউ যেন দেশের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, দুর্নীতি করেছিলো বলেই বিএনপি সরকার পদ্মাসেতুর কথিত দুর্নীতির অভিযোগের প্রতিবাদ করেনি।
সবার সঙ্গে বন্ধুত্ব– কারো সঙ্গে বৈরীতা নয়, সরকারের এই পররাষ্ট্রনীতি তুলে ধরে সাম্প্রতিক কূটনৈতিক ইস্যু প্রসঙ্গে সরকারের শক্ত অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আগের চেয়ে এখন অনেক বেশী উজ্বল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।