কার্বণ নি:সরণ শুন্যের কোটায় নামিয়ে আনতে হবে
- আপডেট সময় : ০৯:৫১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / ১৬৪০ বার পড়া হয়েছে
জলবায়ু পরিবর্তনের হাত থেকে বাংলাদেশকে রক্ষায় কার্বণ নি:সরণ শুন্যের কোটায় নামিয়ে আনতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে এক সংলাপে তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারনে দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষে। স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি সঠিক বাস্তবায়নের পরামর্শ দেন বিশ্লেষকরা।
জলবায়ু পরিবর্তনের কারনে দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। ১৯৯১ থেকে ২০২০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে, ১৯৭ টি বড় বিপর্যয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যা মানুষের বীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থানসহ অন্য সংকট সৃষ্টি করেছে।
এই সংকট থেকে উত্তোরণের পথ খুঁজে বের না করলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল জনশূণ্য হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
এমন বাস্তবায়তা জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে, দক্ষিণ-পশ্চিম উপকূলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও করনীয় শীর্ষক জাতীয় সংলাপের আয়োজন করে লিডার্স।
অনুষ্ঠানে জানানো হয়, ম্যাপলক্রাফটের ১৭০টি দেশের জরিপে ১৬ টি দেশ সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ; তার শীর্ষে বাংলাদেশ।
সংলাপে আলোচকরা বলেন, বাংলাদেশকে জলবায়ূ পরিবর্তনের হাত থেকে রক্ষা করতে হলে কার্বন নিশ্বরণ শুন্যের কোটায় নিয়ে আসতে হবে।
দেশকে দুর্যোগের হাত থেকে রক্ষা করতে, স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনার কথা বলেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে বন ও পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় জাতীয় জলবায়ু অভিযোজন পরিকল্পনা চুড়ান্ত করা হয়েছে।
সরকারের পাশাপাশি স্থানীয় জনগণসহ সকল সংস্থাকে এগিয়ে আসার আহবানও জানান মো. সাহাবউদ্দিন।