কালকিনিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
মাদারীপুরের কালকিনিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে অন্তত ৮ জন।
গেলরাতে কালকিনি উপজেলার আলীনগরে স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান মিলনের বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর পুরো এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে ২০ থেকে ৩০ জন দুর্বৃত্ত, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান মিলনের বাড়িতে ব্যাপক হামলা ও ভাংচুর চালায়। এ সময় বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণের ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ও রেব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।