কালিয়াকৈরে ভাংগুরী কালভার্টের কাজ বন্ধ থাকায় ভোগান্তিতে কয়েক লাখ মানুষ
- আপডেট সময় : ০৪:৪৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- / ১৫২৭ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে দীর্ঘদিন একটি কালভার্টের কাজ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে ২০ গ্রামের কয়েক লাখ মানুষ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের একমাত্র গুরুত্বপূর্ণ সড়কটি কয়েক বছর আগে বর্ষায় ভেঙ্গে যাওয়ায় সীমাহীন দূর্ভোগে এলাকাবাসী। ঠিকাদার প্রতিষ্ঠান বলছে, বর্ষার কারণে কাজ শেষ করতে দেরি হচ্ছে। তবে দ্রুত কাজ শুরু করা হবে বলে জানান উপজেলা প্রকৌশলী।
কালিয়াকৈর উপজেলার ডুবাইল-ধানতারা রাস্তার তিনটি বক্স কালভার্ট নির্মাণ কাজের বরাদ্দ পায় মেসার্স খাইরুল কবির রানা নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ২ কোটি ৯ লাখ টাকা বাজেটের কাজটি শুরু হয় ২০২২ সালের অর্থবছরে। ওই কাজ ২০২৪ এর জুনে শেষ হওয়ার কথা থাকলেও দু’টি কালভার্টের কাজ শেষ হলেও ভাংগুরী এলাকায় ১৩ দশমিক ৫০ মিটার কাজ এখনো শেষ হয়নি। রড গুলো মরিচা পড়েছে, নষ্ট হয়ে যাচ্ছে ঢালাই দেয়া বেইজ। যার ফলে প্রতিনিয়তাই ঘটছে দুর্ঘটনা। দুর্ভোগ পোহাতে হচ্ছে অন্তত বিশ গ্রামের কয়েক লাখ মানুষকে।
কালভার্টের বিকল্প রাস্তা চলাচলের অনুপযোগী হওয়ায় নষ্ট হচ্ছে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ, ঘটছে দূর্ঘটনা।
বর্ষার কারণে কাজ না হওয়ার অজুহাত ঠিকাদারের, তবে আগামি এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করার কথা জানান উপজেলা প্রকৌশলী।
সট: খাইরুল কবির রান, ঠিকাদার।
দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবী এলাকাবাসীর।