কালের বিবর্তনে আধুনিক যন্ত্রের বাহুল্যে কমছে দোতরার বাজনা
- আপডেট সময় : ০৫:৫৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৭৩০ বার পড়া হয়েছে
লোক গানের অন্যতম বাদ্যযন্ত্র- দোতরা। কালের বিবর্তনে আধুনিক যন্ত্রের বাহুল্যে কমছে দোতরার বাজনা, কমছে দোতরা বাদক। এ অবস্থায় বাদক তৈরী ও দোতরার ব্যবহার বাড়ানোর প্রয়াসে কুড়িগ্রামে ভাওয়াইয়া একাডেমীর উদ্যোগে অনুষ্ঠিত হলো দু’দিনব্যাপী দোতরা প্রশিক্ষণ কর্মশালা।
ভাওয়াইয়া, ভাটিয়ালী, লালন, মুর্শিদীসহ লোক গানের অন্যতম বাদ্যযন্ত্র দোতোরা। কালের পরিক্রমায় কমে আসছে দোতোরা বাদকের। ফলে আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়ছে। কিন্তু দোতোরা সেই প্রাণ পাওয়া যায় না লোকগানে। প্রাণবন্ত গান পরিবেশনে দোতরার ব্যবহার অপরিহার্য বলে মনে করেন লোকজ শিল্পীরা।
উত্তর জনপদের দোতোরাকে আবারো জনপ্রিয়তায় ফিরিয়ে আনতে ভাওয়াইয়া একাডেমীর আয়োজনে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
লোকগানে তাল, সোম, ফাঁক, লয়সহ বিভিন্ন বিষয়ে দক্ষ করে তুলতে কর্মশালা খুবই কার্যকর বলছেন দোতোরা বাদক ও প্রশিক্ষক।
লোকগানের অন্যতম যন্ত্র দোতোরা এবং দোতোরা শিল্পী তৈরীতে এই সংগঠন নিয়মিত কাজ করছে বলে জানান এই সংগঠক।
মাটি মানুষের হৃদয়ের গান ভাওয়াইয়াসহ লোকগানে প্রাণ ফেরাতে ভবিষ্যতে ওই বাদকরা কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।