কালোবাজারি বন্ধে অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
কালোবাজারি বন্ধে অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন । নতুন কার্যক্রমে যাত্রীদের অসুবিধা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি
সকালে কমলাপুর রেলষ্টেশন পরিদর্শন করে এ সব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, এই করোনাকালীন সময়ে যাত্রীদের কথা চিন্তা করে আরও ১৩ জোড়া ট্রেন চালু করা হয়েছে। সকাল থেকে এসব ট্রেন দেশের বিভিন্ন রুটে ছেড়ে গেছে। করোনা পরিস্থিতিতে স্বল্প পরিসরে চালু হওয়ার পর আজ থেকে ট্রেনগুলো পুরোদমে চলাচল শুরু করলো। পর্যায়ক্রমে সব রুটের যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন চালু করার সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি। এর আগে ১৭ জোড়া ট্রেন চলাচল করতো। আজ যুক্ত হলো আরও ১৩ জোড়া ট্রেন। সব মিলিয়ে এখন চলাচল করা ট্রেনের সংখ্যা দাঁড়ালো ৩০ জোড়া