কালো টাকায় চাঙ্গা আবাসন খাত
![](https://www.satv.tv/wp-content/uploads/2023/10/lazy-Copy.jpg)
- আপডেট সময় : ০২:৩৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
কালো টাকায় চাঙ্গা আবাসন খাত। অপ্রদর্শিত টাকা বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ থাকায় গত অর্থ বছরে আবাসন খাত হয়ে মূল ধারার অর্থনীতিতে এসেছে অপ্রদর্শিত ৫ হাজার কোটি টাকা। যে কারণে এ খাতে করোনার আর্থিক মন্দার ছোঁয়া লাগেনি। অর্থ পাচার বন্ধে এবং আবাসন খাতকে আরো চাঙ্গা করতে আগামী অর্থ বছরেও অপ্রদর্শিত টাকা আবাসন খাতে ব্যাবহারে শর্তহীন সুযোগ চায় রিহ্যাব।
২০২০-২০২১ অর্থ বছরের অপ্রদর্শিত আয় বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ দেয়ার পর পাল্টে যায় আবাসন খাতের চিত্র। সরকারি চাকরিজবীসহ নানা পেশার মানুষ অপ্রদর্শিত আয় দিয়ে কিনেছে ফ্ল্যাট, প্লট । যার ফলে করোনার মধ্যে অন্য ব্যবসায়ীদের ত্রাহি অবস্থা হলেও চাঙ্গা আবাসন খাতের ব্যবসায়ীরা।
সুঁইস ব্যাংকের সবশেষ তথ্য বলছে, দেশটির ব্যাংকে বাংলাদেশীদের টাকা জমার পরিমাণ ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে কমেছে ৬ দশমিক ৬ শতাংশ। ২০১৯ সালে সুইস ব্যাংকে ৬০ কোটি ৩০ লাখ সুঁইস ফ্রাঁ জমা হলেও ২০২০ সালে জমা হয় ৫৬ কোটি ৩০ লাখ সুইস ফ্রাঁ । রিহ্যাব সভাপতি মনে করছেন, মানুষের দেশের মধ্যে টাকা বিনিয়োগের সুযোগ থাকায় কমেছে অর্থ পাচার।
নিবন্ধন অধিদপ্তরের তথ্যানুযায়ী ফ্ল্যাট বিক্রি বেড়ে যাওয়ায় আবাসন খাতে গেল অর্থ বছরের রাজস্ব আয় গত ১০ বছরের রাজস্ব আয়কে ছাড়িয়ে যায়। দেশের টাকা দেশে রেখে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে অপ্রদর্শিত আয় বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ অব্যাহত রাখা দরকার বলেও মনে করেন এ আবাসন ব্যাবসায়ী।
সরকারের এমন সুযোগে কালো টাকার মসালিকরা বাসা-বাড়ির মালিক হলেও সরকারের বিশেষে ঋণ সুবিধা ছাড়া নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধান হবে না বলে মনে করেন রিহ্যাব সভাপতি।