কাল ঈদুল ফিতর; জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহসহ সারাদেশ
- আপডেট সময় : ০৭:৫৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
- / ১৮৮৪ বার পড়া হয়েছে
রাত পোহালেই শুরু মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। একমাস সিয়াম সাধনার পর দিনটি উদযাপন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এরই মধ্যে ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে জাতীয় ঈদগাহ এবং রাজধানী ঢাকাসহ সারাদেশের ঈদগাহ ও মসজিদগুলো। এদিকে ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক মাস সিয়াম সাধনার পর মঙ্গলবার সারাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল ফিতর। করোনা মহামারীর কারনে, দু’বছর ঈদ উদযাপনে মুখিয়ে গোটা জাতি।
দু’বছর বন্ধ থাকার পর এবার জাতীয় ঈদগাহে হবে ঈদের প্রধান জামাত। এজন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ নগরীর মসজিদগুলো।
জাতীয় ঈদগাহে এবারের ঈদুল ফিতরের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে পাঁচটি জামাত। প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়,এরপর ৮টা, ৯টা, ১০টা এবং বেলা ১০টা ৪৫ মিনিটে হবে চারটি জামাত।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত হবে সকাল সাড়ে ৮টায়। গুলশান সেন্ট্রাল মসজিদে সকাল ৬টায়, সাড়ে ৭টায় এবং ৯টায় হবে ঈদের তিনটি জামাত। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টায় ও ৯টায় দুটি জামাত হবে।
পুরান ঢাকার লালবাগ শাহী মসজিদে সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত এবং আজিমপুর কবরস্থান মসজিদে সকাল ৮টা থেকে শুরু হয়ে চারটি জামাত হবে। মহাখালী গাউসুল আজম মসজিদে সকাল ৭টা, ৮টা, ৯টা এবং ১০টায় চারটি জামাত হবে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও জাতির শান্তি কামনা করে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয় ঈদ।
দেশ ও মুসলিম উম্মাহর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করে সকলকে ঈদর শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।