কাল উদ্বোধন হচ্ছে নবম বাংলাদেশ গেমস
- আপডেট সময় : ০৬:২৫:০৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
কাল উদ্বোধন হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নবম বাংলাদেশ গেমস। এ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গেমসের মশাল প্রজ্জ্বলন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। পরে মশালটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন ক্রীড়াবিদরা।
এবারই প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বড় কোন ক্রীড়াভিত্তিক আসরের আনুষ্ঠিকতা শুরু হলো। বুধবার সকালে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে মশাল প্রজ্জ্বলন করে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বিওএ’এর সভাপতি ও বাংলাদেশ সেনাপ্রধান। বেলুন উড়িয়ে সাবেক ফুটবলার ইলিয়াস হোসেন ও ভলিবল খেলোয়াড় জেসমিন খান পপির হাতে মশাল তুলে দিলে তারা যাত্রা শুরু করেন। এরপর বিভিন্ন স্থানে ১০টি ভাগে ভাগ হয়ে মশাল বহন করেন ২০ জন ক্রীড়াবিদ। মশালটি টুঙ্গিপাড়া থেকে প্রথমে আসবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যালয়ে। সেখান থেকে গেমসের প্রধান ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আনা হবে।
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে দেশের ৭টি জেলার ২৯টি ভেন্যুর এই ক্রীড়াযজ্ঞে ৩১ডিসিপ্লিনের ৫ হাজার ৩’শ ক্রীড়াবিদ-১হাজার ২৭১টি পদকের জন্য লড়বেন। এর মধ্যে সোনা ও রৌপ্য পদক রয়েছে ৩৭৮টি। তবে করোনার মহামারির প্রকোপ মাথার রেখে খোলোয়াড়দের কোভিড টেষ্টসহ নানা পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিওএ-এর সাংগঠনিক সম্পাদক।
এর আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। পরে তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।