কাল ওয়ানডে মিশনে নামছে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
কাল ওয়ানডে মিশনে নামছে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। টাউনসভিলে ম্যাচ শুরু ভোর ৫টায় ৪০ মিনিটে।
দীর্ঘ বিরতির পর ওয়ানডে সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। দেড় বছরেরও বেশি সময় পর ঘরের মাটিতে এই ফরম্যাটে খেলবে স্বাগতিকরা। বিরতি থাকলেও জয় দিয়ে সিরিজ শুরু করার লক্ষ্য অস্ট্রেলিয়ার। মার্নাস লাবুশানের অনুপস্থিতি চিন্তার কারণ তবে, অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথরা যে কোন বিচারে কার্যকরী। বোলিংয়ে অজিদের আস্থা মিচেল স্টার্ক, অ্যাডম জাম্পা ও জশ হ্যাজলউডরা। অন্যদিকে,ইনজুরি কাটিয়ে মুজারাবানি দলে ফেরায় স্বস্তি জিম্বাবুয়ে শিবিরে। ভারত সিরিজে হোয়াইটওয়াশ হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে চমক দেখাতে চায় তারা। পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও শেষ দেখায় ২০১৪ সালে অজিদের হারিয়েছিলো রেগিস চাকাবার দল।