কাল থেকে চট্টগ্রামে ৪৮ ঘণ্টার পরিবহণ ধর্মঘট
- আপডেট সময় : ১০:০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
- / ১৮০২ বার পড়া হয়েছে
আন্দোলনের নামে চুয়েট শিক্ষার্থীদের হাতে শ্রমিক নাজেহাল, গণপরিবহনে আগুন ও নৈরাজ্য বন্ধের দাবিতে কাল থেকে চট্টগ্রামে ৪৮ ঘন্টার ধর্মঘট ডেকেছে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। দু’দিনের মধ্যে দাবি আদায় না হলে ২ মে থেকে দেশব্যাপী কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
দুপুরে নগরীর কদমতলীতে পরিবহণ মালিক-শ্রমিকদের বেশ কয়েকটি সংগঠনের জরুরী সভায় এই কর্মসুচী ঘোষণা করা হয়। পরিবহণ নেতারা বলেন, দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের ব্যাপারে প্রাথমিক ক্ষতিপুরণ দেয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ানোর সব ধরনের চেষ্টা পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনগুলোর ছিলো। কিন্তু এরই মাঝে একটি পক্ষ আন্দোলনের নামে চারদিন ধরে অরাজকতা চালায় চট্টগ্রাম কাপ্তাই সড়কে। এসময় চুয়েট কর্তৃপক্ষের জিম্মায় থাকা তিনটি বাসেও অগ্নিসংযোগ করা হয়। এই ধরনের অরাজকতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় না আনলে ভবিষ্যতে সড়কে নৈরাজ্য আরো বাড়বে বলেও দাবি করেন শ্রমিক নেতারা।