বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপ মিশন কাল থেকে শুরু
- আপডেট সময় : ০২:২৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
কাল থেকে শুরু বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপ মিশন। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। জয় পেতে দলগতভাবে খেলার বিকল্প দেখছেন না সাকিব আল হাসান।
নেদারল্যান্ডসসহ সুপার টুয়েলভের প্রতিটা ম্যাচকে সমান গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক। জয় দিয়ে সুপার টুয়েলভ মিশন শুরু করতে চায় ডাচরাও। হোবার্টে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল ১০টায়।
হারতে হারতে বাংলাদেশ এখন নিঃস্ব এক দল। সঙ্গে ক্রিকেটারদের যাচ্ছেতাই পারফরম্যান্স। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যেখানে মাঠ কাঁপাচ্ছে নেদারল্যান্ডস ও নামিবিয়ার মতো পুঁচকে দলগুলো। সেখানে ভীত, নখদন্তহীন টাইগাররা।
এমন বাস্তবতায় আরও একটি টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরুর অপেক্ষায় বাংলাদেশ। যেখানে নতুন করে শুরু করতে চায় লাল সবুজ প্রতিনিধিরা।
তুলনামূলক সহজ প্রতিপক্ষ নেদারল্যান্ডস, টাইগার ভক্তদের এমন ধারণাকে আমলে নিচ্ছেন না টাইগার অধিনায়ক। সুপার টুয়েলভের প্রতিটা ম্যাচকে সমান গুরুত্ব দিয়ে পারফরম্যান্স করতে চান তিনি।
ওপেনিং তো বটেই ক্রিকেটারদের ক্রিজে টিকে থাকার লড়াইয়েও মধুর সমস্যায় বাংলাদেশ। তবে সে বিষয় নিয়ে নয় এখন ভাবছেন না অলরাউন্ডার সাকিব। অধিনায়কের সাফ কথা, যার যার সেরাটা দেয়ার প্রস্তুতি নিয়েই সবাইকে মাঠে নামতে হবে।
এর আগে, নেদারল্যান্ডসের সঙ্গে ৩ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ডাচদের সাথে ১ হারের বিপরীতে ২ জয়ে এগিয়ে টাইগাররা।