কাল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি
- আপডেট সময় : ০৫:২৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
কাল থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকে।
গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ। তবে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে যানজট নেই। কুমিল্লায় চট্টগ্রাম মহাসড়কে গরুবাহী ট্রাকের সংখ্যা বেশি থাকলেও মহাসড়ক অনেকটাই ফাঁকা। আরামেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করছে গরু বেপারীরা। ঈদের দু’দিন আগে চট্টগ্রাম রেলস্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ঈদের ছুটি। এর আগেই রাজধানী ছাড়ছেন অনেকে।
গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চান্দনা চৌরাস্তা এবং চন্দ্রা স্টেশনে ঈদযাত্রীদের চাপ বাড়ছে। একইসঙ্গে মহাসড়কের গরুবোঝাই ট্রাক ও পিকাপ চলছে। তবে কোথাও কোনো যানজট পরিস্থিতি সৃষ্টি হয়নি।
পোশাক শ্রমিকরা নিজ নিজ গন্তব্যে যাবেন কাল থেকে। তবে যাত্রীর ব্যবস্থাপনায় অনেক কারখানাই তাদের নিজস্ব গাড়ির ব্যবস্থা রেখেছে।
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকায় কয়েকটি দুর্ঘটনায় গাড়ির জট বেধে যায়। ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রায় ৩০ হাজার যান পার হয়েছে।
কুমিল্লায় চট্টগ্রাম মহাসড়কে গরুবাহি ট্রাকের সংখ্যা বেশি থাকলেও মহাসড়ক ছিল অনেকটাই ফাঁকা। স্বস্তিতেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করছে যাত্রীসহ গরু বেপারীরা। প্রতিটি পয়েন্টে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে যানবাহনের সংখ্যা বাড়লেও যানজট নেই।
ট্রাক, বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত প্রাইভেটকারে বাড়ি ফিরছেন অনেকে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর চান্দাইকোনা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে ৮ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে স্বাভাবিক রয়েছে হাটিকুমরুল থেকে পাবনা এবং নাটোর মহাসড়কও।
ঈদের দু’দিন আগে চট্টগ্রাম রেলস্টেশনে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। সিটের টিকিট না পেয়ে অনেকেই স্ট্যান্ডিং টিকিট কেটে স্বজনদের সঙ্গে ঈদ করতে শহর ছেড়েছেন। চট্টলা, মহানগর, সুবর্ণ এক্সপ্রেসসহ সবগুলো ট্রেন সময়মত প্লাটফর্ম ছেড়ে গেলেও চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস পড়ে সিডিউল বিপর্যয়ে।