কাল থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
- আপডেট সময় : ০৯:০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
কাল থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবার প্রথমবারের মতো এই মেলা অনুষ্ঠিত হচ্ছে পূর্বাচলের স্থায়ী এক্সিবিশন সেন্টারে। পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে ২৬তম এই বাণিজ্য মেলা অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে। বরাদ্দ নেয়া প্রতিষ্ঠানগুলো তাদের স্টল আকর্ষণীয় ও নান্দনিক করে গড়ে তুলতে নানাভাবে সাজ-সজ্জা করছেন। মেলা কর্তৃপক্ষ মনে করছেন, নতুন স্থানে এবারের বানিজ্য মেলা আন্তজার্তিক অঙ্গনে ভিন্ন মাত্রা তুলে ধরবে।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগারগাঁও ছেড়ে এই প্রথমবারের মতো পূর্বাচল ৪নং সেক্টরের ২০ একর জমিতে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার- বিবিসিএফইসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে এর উদ্বোধন করবেন। স্টলগুলোর শেষ মুহূর্তের সাজসজ্জায় এখন দম ফেলার ফুরসত নেই শ্রমিকদের।
স্টল মালিক ও ব্যবস্থাপকরা মনে করছেন, করোনার প্রকোপ কাটিয়ে এ বছরের বাণিজ্য মেলা হয়ে উঠবে উৎসবমুখর। দেশী পণ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই মেলা।
দীর্ঘদিনের দাবি অনুযায়ী বাণিজ্য মেলার জন্য স্থায়ী এক্সিবিশন সেন্টার হলেও কমে গেছে এর পরিসর। আগারগাঁওয়ের তুলনায় এই সেন্টারের আয়তন প্রায় অর্ধেক। ফলে এই মেলায় থাকছে দেশি-বিদেশি ২২৫টি স্টল ও প্যাভিলিয়ন। মূল ফটক পার হলেই কেন্দ্রের সামনে ও পেছনে মিলে রয়েছে ৭১টি স্টল। আর ভেতরে স্থান পেয়েছে ১৫৪টি স্টল- যার মধ্যে বড় প্যাভিলিয়ন ২৩টি।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজক- রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব ও মেলার পরিচালক জানান, পূর্বাচলে মেলা স্থানান্তরিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা সহজ করা এবং ক্রেতা-দর্শকদের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেয়া হয়েছে। মাসব্যাপী বাণিজ্য মেলা চলাকালে কুড়িল ফ্লাইওভার থেকে পূর্বাচলের মেলাকেন্দ্র পর্যন্ত বিআরটিসি’র ৩০টি বাস চলাচল করবে।