কাল দ্বাদশ সংসদ নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
- / ১৭৯৪ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা মহানগরীর ১৫টি পয়েন্ট থেকে ১৫টি সংসদীয় আসনে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। আনসার, ভিডিপিসহ কেন্দ্রে কেন্দ্রে যারা নিরাপত্তার দায়িত্ব পালন করবে তারা নির্দিষ্ট পয়েন্টে এসে নির্বাচনী সামগ্রী নিয়ে যাচ্ছেন।
সকালে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে আনুষ্ঠানিকভাবে
নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু করেন ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম। সারাদেশে ৪২ হাজার কেন্দ্রের মধ্যে ৪ হাজার কেন্দ্রে ব্যলট পেপার পৌঁছে যাবে আজ। বাকি কেন্দ্রগুলোতে পৌঁছাবে ভোটের দিন ভোরে। এসময় সাবিরুল ইসলাম বলেন, ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত ও নাশকতা প্রতিহত করতে সব ব্যবস্থা নেয়া হয়েছে।
ভোটের পরিবেশ সুরক্ষায় মাঠে দায়িত্বপালন করছে সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য।