কাল রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
- / ১৯৯৬ বার পড়া হয়েছে
কাল রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় সমাবেশে বক্তব্য দেবেন তিনি। উদ্বোধন করবেন অনেকগুলো উন্নয়ন প্রকল্প।
বুধবার বেলা সাড়ে ১২টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে রংপুরের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।রংপুর ক্যান্টনমেন্ট হেলিপ্যাডে অবতরণের পর সড়কপথে রংপুর সার্কিট হাউসে যাবেন। সেখানে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল ৩টায় রংপুর জিলা স্কুল মাঠের জনসভার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন রংপুর বিভাগের উন্নয়নে বিভিন্ন প্রকল্প। মহাসমাবেশে বক্তব্য শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।