কাল শুরু বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ
- আপডেট সময় : ০৯:৫৪:২২ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
কাল শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুরে দুপুর ২টায় মুখোমুখি হবে দু’দল। কোন ধরনের অনুশীলন ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে। ম্যাচের আগের দিন, টাইগারদের অনুশীলনও বাতিল হয়েছে বৃষ্টির কারণে। তারপরও সিরিজ জিততে আশাবাদী অধিনায়ক লিটন দাস। অন্যদিকে হোম কন্ডিশনে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছেন কিউই অধিনায়ক লকি ফার্গুসন।
ক্রিকেটার ছাপিয়ে হোম অব ক্রিকেটে গ্রাউন্ডসম্যানদের ব্যস্ততা। বৃষ্টিতে নিজেদের সুরক্ষিত রাখার চেস্টায় তারা। অথচ এই সময়টাতে অনুশীলন করার কথা ছিলো বাংলাদেশ দলের। কিন্তু মৌসুমের বেরসিক বৃষ্টিতে ভেস্তে গেছে সব। তাই কোন প্রকার অনুশীলন ছাড়াই প্রথম ওয়ানডেতে মাঠে নামতে হচ্ছে টাইগারদের। তবে জয়ের ব্যাপারে কোন ছাড় দিতে নারাজ বাংলাদেশ অধিনায়ক।
অনেকের মতে বিশ্বকাপের আগে পরীক্ষা নিরিক্ষার এক সিরিজ৷ কিন্তু ক্যাপ্টেনে ভাবনায় অন্যকিছু। একাদশে তামিম মাহমুদউল্লাহর উপস্থিতিও আলাদা গুরুত্ব পাচ্ছে অধিনায়কের কাছে। বৃষ্টির বাগড়ায় বাংলাদেশের অনুশীলন পণ্ড হলেও ঠিকই নিজেদের ঝালিয়ে নিয়েছে নিউজিল্যান্ড। ম্যাচের আগে যা বড় স্বস্তি। তবে বাংলাদেশকে হারাতে হলে মাঠে সেরাটা দেয়ার বিকল্প নেই, সেটাও ভালো করে জানেন নিউজিল্যান্ড অধিনায়ক। দু’দলের অতীত পরিসংখ্যানে এগিয়ে নিউজিল্যান্ড। ৩৮ দেখায় ২৮ হারের বিপরীতে মাত্র ১০টায় জিতেছে বাংলাদেশ। তবে ২০০৮ সালের পর ঘরের মাঠে কিউইদের বিপক্ষে কোন সিরিজ হারেনি টাইগাররা।