কাল শেষ হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন
- আপডেট সময় : ০৭:৫৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
- / ১৭৬৫ বার পড়া হয়েছে
কাল শেষ হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। শেষ ম্যাচে মাইটি অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। আসরে প্রত্যাশা পূরণ না হলেও শেষটা জয় দিয়ে রাঙাতে চায় বাংলাদেশ। অন্যদিকে সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় অনেকটাই নির্ভার অস্ট্রেলিয়া। পুনের মহারাষ্ট্র এ্যাসোসিয়েশন স্টেডিয়ামে সকাল ১১টায় শুরু হবে ম্যাচ।
বিশ্বকাপে শুরু আর শেষ, কতোই না মিল বাংলাদেশের। আসর শুরুর আগে বিশ্বকাপ জয়ের বড় স্বপ। আর এখন মান বাচানোর লড়াই। সঙ্গে পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার চ্যালেঞ্জ তো থাকছেই।তবে এসব ভাবনায় নেই কোচ চন্ডিকা হাথুরুসিংহের। আপাতত অস্ট্রেলিয়া ম্যাচ নিয়েই চিন্তা। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ইস্যুতে শেষ ম্যাচের আগেও আলোচনায় দেশের ক্রিকেট। বিশ্রামে শেষ বিশ্বকাপ ম্যাচ খেলার অপেক্ষায় থাকা মাহমুদউল্লাহ রিয়াদ। তবে অনুশীলন করেছেন মুশফিক। প্রথমবার যোগ দিয়েছেন লিটন কুমার দাস। আক্ষেপ বলতে সাকিবের অনুপস্থিতি।
একাদশে পরিবর্তন আসছে নিশ্চিত। ওপেনিংয়ে দুর্দশায় সুযোগ পেতে পারেন বিজয়। স্পিনার বিবেচনায় ফেরার সম্ভাবনা আছে নাসুম আহমেদের। মোস্তাফিজ ফিট হলেও তানজিম-সাকিবেই আস্থা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। শেষ চার নিশ্চিত হওয়ায় অনেকটাই নির্ভার অস্ট্রেলিয়া। তাই দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রামে দিতে পারে অজি শিবির। যদিও সেমির আগে আত্মবিশ্বাস বাড়াতে বাংলাদেশকে ছাড় দিতে চাইবে না প্যাট কামিন্সের দল। আগের ২১ বারের অস্ট্রেলিয়াকে মাত্র একবারই হারাতে পেরেছে বাংলাদেশ। সেটাও ২০০৫ সালে। বিশ্বকাপের দেখাতেও অজিদের আধিপত্য। তিন বারের দেখায় কখনোই জেতেনি বাংলাদেশ।