কাল সাফ নারী চ্যাম্পিয়নশিপে মাঠে নামবে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ফাইনাল নিশ্চিতের মিশনে কাল সাফ নারী চ্যাম্পিয়নশিপে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম সেমিফাইনালে সাবিনাদের প্রতিপক্ষ ভুটান। নেপালে দুপুর সোয়া একটায় শুরু হবে ম্যাচ।
একই ভেন্যুতে সন্ধ্যা পৌনে ৬টায় দ্বিতীয় সেমিতে লড়বে ভারত ও নেপাল। টানা জয়ে উজ্জ্বীবিত বাংলাদেশ শিবির। মালদ্বীপ, পাকিস্তান কিংবা ভারত, কেউই পাত্তা পায়নি সাবিনাদের কাছে। তিন দলের বিপক্ষেই বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সেমিতেও ফেভারিট ছোটন শিষ্যরা, প্রতিপক্ষ তুলানা মূলক সহজ হলেও হালকভাবে নিচ্ছেন লাল-সবুজ প্রতিনিধিরা। অন্যদিকে, তীব্র লড়াইয়ের ঘোষণা দেওয়া ভুটানেন এ পর্যন্ত সাফে পথচলা তেমন আশানুরূপ নয়। ষষ্ঠ আসরে এসে এবারই প্রথম জয়ের স্বাদ পেয়েছে তারা। শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে সেরা চারে উঠে দলটি। এই জয়ের মাঝেই বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের জন্য অনুপ্রেরণা খুঁজে নিচ্ছে ভুটান।