কাশিয়াডাঙ্গা-ত্রিমোহিনী বাজারে কপোতাক্ষ নদের ওপর নেই সংযোগ সেতু
- আপডেট সময় : ০৯:০৬:১২ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরার কাশিয়াডাঙ্গা ও যশোরের ত্রিমোহিনী বাজার বিভক্তকারী কপোতাক্ষ নদের ওপর নেই সংযোগ সেতু। ফলে জীবনের ঝুঁকি নিয়ে ২৭৫ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোতেই জীবন কাটছে দুই পাড়ের গ্রামবাসীর। সীমাহীন দুর্ভোগে নিয়েই বসবাস করছেন ৩০টি গ্রামের অর্ধ-লক্ষাধিক মানুষ।
২০০১ সালে কপোতাক্ষ নদের ওপর কাশিয়াডাঙ্গা-ত্রিমোহিনী বাজারে ২৭৫ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোটি তৈরি হয় ২০-২২ জন যুবকের স্বেচ্ছাশ্রমে। খরচ হয় ৪ লাখ টাকা । কলারোয়া ও কেশবপুর উপজেলার সঙ্গে দ্রুততম সময়ে যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্যিক সুবিধা নিতে দুই উপজেলার প্রায় ৩০ গ্রামের মানুষ এই বাঁশের সাঁকো ব্যবহার করে আসছেন। বর্তমানে সংস্কার করলেও সাঁকোটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
সেতু নির্মাণে হলে জনদুর্ভোগ কমবে, উন্নতি হবে আঞ্চলিক ব্যবসা-বাণিজ্যে সে আশা বুক বেঁধে আছেন কপোতাক্ষ পাড়ের জনপ্রতিনিধিরা।
কপোতাক্ষ নদের ওপর পাকা সংযোগ সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোন ব্যবস্থা হয়নি জানান উপজেলা চেয়ারম্যান। সেতু নির্মাণে সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করা হয়েছে দ্রুত ব্যবস্থা নেয়া হবে জানালেন সরকারী কর্মকর্তা।
জনদুর্ভোগ দূর করতে জনসাধারণের চলাচলের পথ সুগমে দ্রুত ব্যবস্থা নেয়া হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।