কাশ্মিরে বিদ্রোহীদের সঙ্গে গোলাগুলিতে নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত

- আপডেট সময় : ০৮:৩৯:১৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের কুপওয়ারা জেলায় বিদ্রোহীদের সঙ্গে গোলাগুলিতে দেশটির সেনাবাহিনীর কর্নেল, মেজরসহ নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত হয়েছেন। শনিবার রাতে শুরু হয়ে গোলাগুলি চলে রোববার ভোররাত পর্যন্ত।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে সেনাবাহিনীর মোট চারজন সদস্য এবং পুলিশের এক কর্মকর্তা রয়েছেন। দেশটির সেনা বিবৃতিতে বলা হয়, কাশ্মিরের রাজধানী শ্রীনগর থেকে ৭০ কিলোমিটার দূরের হান্দওয়ারায় সন্ত্রাসীরা বেশ কয়েকজনকে জিম্মি করে।পরে জম্মু-কাশ্মির পুলিশ ও সেনাবাহিনী সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে। এতে ঘটনাস্থলে দুই সন্ত্রাসী নিহত হয়।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘কুপওয়ারা জেলার হান্দওয়াড়া এলাকায় সেনা ও পুলিশের যৌথ অভিযান চলছিল। সে সময় জিম্মি অবস্থায় থাকা বেসামরিকদের ওপর হামলা চালানো হয়। তবে নিরাপত্তা বাহিনী কয়েকজনকে জিম্মি দশা থেকে উদ্ধার করে।’