কাশ্মীর ইস্যুতে চীন একতরফা পদক্ষেপের বিরোধিতা করবে
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২২:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
কাশ্মীর ইস্যুতে চীন, একতরফা পদক্ষেপের বিরোধিতা করবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে আশ্বস্ত করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বলেন, এ ইস্যুতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু সমাধানের কথা বলেছে তারা। ইমরান খানের সাথে বৈঠকের পর এ কথা জানান চীনা প্রেসিডেন্ট।
বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মাঝে বৈঠক করেন দুই নেতা। বৈঠকে চীনের প্রেসিডেন্ট জানান, বেইজিং ঘোষিত অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে বড় অংশীদার পাকিস্তান। দেশটির কৃষি, অবকাঠামো ও প্রযুক্তিখাতে সহায়তা অব্যাহত রাখার ঘোষণাও দেন শিন জিনপিং। পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠক সফল হয়েছে। দুই দেশ কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়াতে সম্মত হয়েছে। পাশাপাশি আফগানিস্তানের উন্নয়নকে তরান্বিত করতে দুই দেশ এক সাথে কাজ করবে।