সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতসহ পুরো সঙ্গীত দুনিয়ায় শোকের ছায়া
- আপডেট সময় : ০৮:২২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর আর নেই। সুরসম্রাজ্ঞীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে ভারতসহ পুরো সঙ্গীত দুনিয়ায়। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতে দুইদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সন্ধ্যায় মুম্বইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য হবে। এ সময় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুর, তাল, লয়ের ছন্দে…. সংগীত জগতে প্রলয় তুলে সাত দশক পর থামলেন লতা মঙ্গেশকর। করোনার কাছে হার মেনে ৯২ বছর বয়সে চলে গেলেন এই সুরোলতা। রোববার সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
করোনায় আক্রান্ত হয়ে ১১ জানুয়ারি মুম্বাইয়ে হাসপাতালে ভর্তি হন লতা মঙ্গেশকর। তবে, পোস্ট কোভিডে নিউমোনিয়ায় আক্রান্ত হন সুরসম্রাজ্ঞী। শনিবার হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হলে…তাকে নিতে হয় ভেন্টিলেশনে। সেখান থেকে আর ফেরানো যায়নি লতাকে।
তার প্রয়াণে ভারতে ঘোষণা করা হয়েছে দু’দিনের রাষ্ট্রীয় শোক। অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। সোমবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার।
উপমহাদেশের ইতিহাসে সর্বকালের সবচেয়ে সফল গায়িকা লতা মঙ্গেশকর। সিনেমায় গেয়েছেন ১ হাজার গান। নানা ভাষায় হাজার-হাজার গান তার ঝুলিতে। ৬০ দশক থেকে ৯০ দশকের নায়িকারা পর্দায় গেয়েছেন তার গান।
লতার জন্ম ১৯২৯ সালে ভারতের ইন্দোরে। বাবা দীননাথ মঙ্গেশকর। মারাঠীর নাট্য অভিনেতা ও গায়ক। ভাই হৃদয়নাথ মঙ্গেশকর এবং বোন ঊষা মঙ্গেশকর, মিনা মঙ্গেশকর এবং আশা ভোঁসলে সকলেই সঙ্গীতজ্ঞ। ১৯৪২ সালে ১৩ বছর বয়সে গানের পথচলা শুরু তার। ১৯৪৬ সালে প্রথম হিন্দি সিনেমায় কণ্ঠ দেন লতা। অত্যন্ত মায়াবী ও জাদুকরি কন্ঠ তাঁকে দিয়েছে ভুবনজোড়া নাম আর খ্যাতি।
গিনেস বুকেও নিজের নাম যোগ করেছেন নাইটেঙ্গল খ্যাত দিদি। প্রথম ভারতীয় হিসেবে, লন্ডনের রয়্যাল আলবার্ট হলেও পারফর্ম করেন। ২০০১ সালে, ভারতের সর্বোচ্চ সম্মাননা ‘ভারত রত্ন’ পদকে ভূষিত হন তিনি। এছাড়া পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদাসাহেব ফালকে পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ প্রায় সব প্রাপ্তিই যুক্ত হয়েছে তার অর্জনে।
বাংলা আর বাঙ্গালিতে তিনি মিলে মিশে একাকার। বাঙ্গালির প্রেম মানেই ‘প্রেম একবার এসেছিল নীরবে’, ‘আষাঢ় শ্রাবণ মানে না তো মন’, ‘ও মোর ময়না গো’, ‘আকাশপ্রদীপ জ্বেলে’সহ আরও অনেক বিখ্যাত বাংলা গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
এছাড়া, শাস্ত্রীয় সঙ্গীতে পারদর্শী এই শিল্পী গানের পাশাপাসি, থিয়েটারও করতেন। শেষ পর্যন্ত অগণিত ভক্তদের কাঁদিয়ে, সুরের আকাশে নক্ষত্রপতন ঘটিয়ে চলে গেলেন লতা মঙ্গেশকর।