কিউবায় সরকারবিরোধী আন্দোলনে একজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
কিউবায় সরকারবিরোধী আন্দোলনে একজন নিহত হয়েছেন। রাজধানী হাভানায় স্থানীয় সময় সোমবার চলমান আন্দোলনে প্রথম এ মৃত্যুর ঘটনা ঘটলো।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিরাপত্তাবাহিনীর হাতেই মারা যায় ডিউবিস লরেনসিও তেজেডা নামের আন্দোলনকর্মী। এছাড়া একশ’র বেশি আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে । গত রবিবার থেকে কিউবায় শুরু হয় সরকার বিরোধী আন্দোলন । করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতা ও অর্থনৈতিক মন্দার কারণে প্রেসিডেন্ট মিগ্যাল দিয়াজ ক্যানেলের পদত্যাগের দাবিতে রাজপথে নামে হাজার হাজার মানুষ।