কিউবায় সরকারবিরোধী বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
কিউবায় সরকারবিরোধী বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ। দেশটিতে এ ধরনের বিক্ষোভের ঘটনা বিরল।
করোনা মহামারি মোকাবিলায় অব্যবস্থাপনা ও অর্থনৈতিক মন্দার কারণে নাগরিকদের মধ্যে বাড়ছে ক্ষোভ। ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি বেড়েছে নানা সংকট। পুলিশের উপস্থিতি থাকার পরও রাস্তায় বাড়ছে বিক্ষোভকারীর সংখ্যা। তাদের মধ্যে বেশিরভাগই তরুণ। এদিকে, রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশটির প্রেসিডেন্ট দিয়াজ ক্যানেল অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। কোন ধরনের উসকানি সহ্য করা হবে না বলেও সতর্ক করেন তিনি। আর কিউবার নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র বলছে, শান্তিপূর্ণ এই আন্দোলনে কোনো ধরনের সহিংসতা মেনে নেয়া হবে না।