কিছুতেই থামছে না সারাদেশে ডেঙ্গুর বিস্তার
- আপডেট সময় : ০২:৪৭:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
- / ১৬৩০ বার পড়া হয়েছে
কিছুতেই থামছে না ডেঙ্গুর বিস্তার। প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা, বাড়ছে মৃত্যুর তালিকা। ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলা থেকে রোগী আসায়, চিকিৎসা দিতে হিমশিম অবস্থা রাজধানীর হাসাপাতালগুলোতে।
ডেঙ্গুর পুরনো তিনটি ভেরিয়েন্টের সাথে চলতি বছর নতুন ‘ডেন-ফোর’ সেরোটাইপের আক্রমণে আক্রান্তের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে চিকিৎসকরা বলছেন, আক্রান্তের পর দ্রুত চিকিৎসা না নিলে, বাড়বে মৃত্যু।
প্রতিবছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেখা যায় ডেঙ্গুর প্রকোপ। তবে চলতি বছর এখনো থামছেনা ডেঙ্গুর চোঁখ রাঙ্গানি। ছাড়িয়ে গেছে বিশ বছরের মৃত্যর রেকর্ড।
স্বাস্থ্য অধিদপ্তরের বলছে, বর্তমানে দেশের হাসপাতালে তিন হাজার ২শ রোগী ভর্তি আছে। এর মধ্যে রাজধানীর ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দুই হাজার রোগী। এদের বেশিরভাই
আক্রান্ত হবার পর রোগীর জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথাসহ নানা উপসর্গ দেখা দেয়।
আক্রান্তদের মধ্যে তরুণদের তুলনায় মধ্যবয়সী ও বৃদ্ধদের সংখ্যা বেশি।
আগের তিনটি ধরণের সাথে চলতি বছর নতুন একটি ধরনের আক্রমণ বাড়ায়, ক্রমেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তবে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই বলে জানান বিশেষজ্ঞরা।
অবস্থা আশংকাজনক না হলে, রক্তের প্লাটিলেট ১০ হাজারে নেমে এলেও ভয়ের কিছু নেই বলে মনে করেন তারা।
উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পাশাপাশি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।